STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Classics Fantasy

4  

Nityananda Banerjee

Abstract Classics Fantasy

স্মৃতি

স্মৃতি

1 min
226

পিতা-মাতা পরিজন   ব্যাকুল করিয়া মন

        একে একে সবে গেছে ছাড়ি' ,

স্নেহ প্রীতি ভালবাসা   আন্তরিক পরিভাষা

        সৌরভে হৃদয়ে দেয় পাড়ি ।

শৈশব কৈশোর যুবা    নামাঙ্কিত দিলরুবা

        বার্ধক্যের মাত্র অনুগামী,

অশন আসন কথা    এইক্ষণে ঝরাপাতা 

         বিলাস ব্যসন নয় দামী ।

সময়ের কালস্রোতে   ভয়াল করাল পোতে

         একবার উত্তরণ হ'লে ,

রয়ে যায় স্মৃতিটুক     মঞ্জরিত খোকা খুকু

         স্মৃতির সারণী বেয়ে চলে ।

চিতায় বা গোরে গোরে  শায়িত হইলে পরে

          পড়ে থাকা শুন্যস্থানে তার,

ভাল মন্দ উভ: স্মৃতি   পড়িয়া থাকাই রীতি

           অনটন পূর্ণ কর্ম ভার ।

উত্তরাধিকার সুত্রে     প্রাপ্ত ধন জ্ঞান সত্রে

          জমা থাকে মনের গভীরে,

অকস্মাৎ চেতনে যদি     বারি বয় নিরবধি 

          স্মৃতি ভাসে ধীরে অতি ধীরে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract