স্মৃতি
স্মৃতি
পিতা-মাতা পরিজন ব্যাকুল করিয়া মন
একে একে সবে গেছে ছাড়ি' ,
স্নেহ প্রীতি ভালবাসা আন্তরিক পরিভাষা
সৌরভে হৃদয়ে দেয় পাড়ি ।
শৈশব কৈশোর যুবা নামাঙ্কিত দিলরুবা
বার্ধক্যের মাত্র অনুগামী,
অশন আসন কথা এইক্ষণে ঝরাপাতা
বিলাস ব্যসন নয় দামী ।
সময়ের কালস্রোতে ভয়াল করাল পোতে
একবার উত্তরণ হ'লে ,
রয়ে যায় স্মৃতিটুক মঞ্জরিত খোকা খুকু
স্মৃতির সারণী বেয়ে চলে ।
চিতায় বা গোরে গোরে শায়িত হইলে পরে
পড়ে থাকা শুন্যস্থানে তার,
ভাল মন্দ উভ: স্মৃতি পড়িয়া থাকাই রীতি
অনটন পূর্ণ কর্ম ভার ।
উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত ধন জ্ঞান সত্রে
জমা থাকে মনের গভীরে,
অকস্মাৎ চেতনে যদি বারি বয় নিরবধি
স্মৃতি ভাসে ধীরে অতি ধীরে।
