সম্পর্ক
সম্পর্ক


তোমার মাঝে আমি,আর
আমার মাঝেই তুমি।
আমার দুঃখতে বেঁচে থাকা,
এই দূঃখটা খুব দামী।
কিছু নিশ্বাসে রেখো ভালোবাসা,
আর বিশ্বাসে কিছু চাই না।
ভালোবাসো যদি,দূরে থাকো।
তোমায় ,খুব কাছে যেন পাই না।
গড়তে গেলে সময় লাগে
ভাঙতে গেলে কতক্ষণ।
সেটা হোক ভিখারির রাজপ্রাসাদ,
সেটা হোক, রাজার ভিখারি মন।
দুদিনের কিছু আতিথেয়তা,
ভালোলাগা~কিছু নিঃশ্বাসের।
অভিনয়টা ভালোই ছিল,
ভাঙন শুধুই বিশ্বাসের।