স্কুল জীবন
স্কুল জীবন


মনের কোণায় স্বীকারোক্তি, মানুষ হতে হবে ,
শিক্ষার আলোয় আলোকিত হওয়ার অভিপ্রায়,
মায়ের হাত ধরে শিক্ষার আঙিনায় প্রবেশ,
নিজেকে মানিয়ে নেওয়ার সিঁড়ি ভাঙা অঙ্ক।
চোখে মুখে হাজার স্বপ্নের জাল বুনে শ্রেণীকক্ষে বিচরণ।
সেই শুরু বিদ্যালয়ের জীবন,
প্রতিবন্ধকতা অতিক্রম ক'রে এগিয়ে যাওয়ার শপথ।
শিক্ষকদের সাথে বৈতরণী পার হওয়ার চেষ্টা।
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছত্রছায়ায় কলরবের জগতে,
এগিয়ে চলার অনুপ্রেরণা আজও পাই সেই ফেলে আসা ছেলেবেলার শিক্ষাঙ্গন থেকে।