STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

3  

Manik Goswami

Abstract Classics

সজাগ তারা

সজাগ তারা

1 min
233


আকাশ ভরা চাঁদের আলো

তারার স্নিগ্ধ হাসি,

নিঝুম রাতের আঁধার কালো

ভয়ের পাশে আসি;

কোমল রূপের সুপ্ত শাসনে

ছিন্ন করেছে বাধা,

জগতে এনেছে আশার আলো

ভেঙেছে রাতের ধাঁধা ।

সরিয়ে রেখেছে অভিশপ্ত

আঁধার পৃথিবী হতে,

জাগিয়ে রেখেছে প্রেরণা মনের

শাসন আপন মতে ।

ভবিষ্যতের ঊষার কিরণ

যতখন নাহি জাগে,

দৃষ্টি শীতল শুভ্র চাঁদে

নীরব শান্তি মাগে ।

নতুন দিনের আশায় থাকে

ঘুমন্ত গাছ-লতা,

স্বপ্নপুরীর দেশ ছাড়িয়ে

ফেরার আকুলতা ।

সজাগ থাকে ছোট্ট তারা

নবীন ভবিষ্যতের

আলোকধারার অঙ্গীকারে

দিশারী নতুন পথের ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract