শুধুই আঁধারে
শুধুই আঁধারে


পাগলি আগে বলোনিতো কতোদিন ধরে
ঝাউ পাতায় রেখেছো মুড়ে এক টুকরো প্রস্তর যুগের আলো?
গোধূলি বেলায় কোকিলের ডানা হতে
চালের গুড়ির মতো খসে পড়ে আঁধারের কালো !
পাগলি আগে বলোনিতো স্কুলবাড়ির মতো আকাশটাকে কবে ওরা নীল সাদা করে গেছে?পাড়ার মোড়ে তোমার পুতুলটাতে কালি দিয়ে ইতিহাস মুছতে চেয়েছে ?
পাগলি আগে বলোনিতো কবে কবে পুতুলের
বাক্সে জমিয়ে ফেলেছো অসংখ্য চকলেটের মোড়ক ?
সার দিয়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায় রাস্তায়
পাগলি আগে দেখোনি তো ! ঢাক ঢোলের তালে পুতুলের
নাচ নাচতে দেখোনি তো !