Arijit Das

Romance

2.2  

Arijit Das

Romance

শুধু তুমি ..

শুধু তুমি ..

1 min
3.4K


যাচ্ছে বেড়ে সময়টা ঠিক ,যাচ্ছে অবিরাম

একলা বসে আবছা আলোয় ,

ঝাপসা অভিমান |

তুমি রাতের আকাশ তারা গোনায় ,

তুমি স্বপ্ন ভাঙা গল্প শোনাও |


জমাট কষ্ট বিঁধছে বুকে তোমার স্মৃতিরা

আর তুমি যখন যাচ্ছ চলে ,

আমি ডুবছি বিষণ্ণতায় |

আমার কান্না এখন চোখেতে শুকায় ,

আমার আকাশ কেন নীল রঙ হারায় |


আজকে আমার বুকের ভেতর হাজার প্রশ্নের ঢেউ,

সন্ধেবেলা বৃষ্টি নিয়ে জানি আসবেনা আর কেউ|

আমার নীরবতায় চিৎকার মানায় ,

আমার আলো এখন অন্ধকার নামায় |

তুমি রাতের আকাশ তারা গোনায় ,

তুমি অন্ধকারে আলোর নিশান |


Rate this content
Log in

Similar bengali poem from Romance