ছেলেটা কিছু বলতে চেয়েছিলো
ছেলেটা কিছু বলতে চেয়েছিলো


ছেলেটা যদি এক মুঠো খোলা আকাশ পেতো ,
তাহলে স্বপ্নগুলো পাখি হয়ে উড়ে যেতে পারতো |
কিন্তু আকাশেও জাল ফেলেছে ওরা ,
ছেলেটার ভাবনা ধরবে বলে ,
স্বাধীনতা যদি কোথাও না থাকে তাহলে আকাশ বাদ যায় কেন !
ছেলেটার আজ হাসতে মানা মন খারাপের দিব্বি ,
তোমরা বলছো মুখ গোমড়া ,
আমি বলছি সেন্টি |
ছেলেটা যদি এক মুঠো খোলা আকাশ পেতো ,
তাহলে নিজের লেখা গানটা গাইতে পারতো |
কিন্তু গান লেখাও মানা এ যুদ্ধরাজ্যে ,
কবির কলম বিক্রি হয়েছে নিলামে ,
কাগজ দিয়ে শুধু রক্ত পোছা হয় !
ছেলেটার আজ গাইতে মানা নীরবতার দিব্বি ,
তোমরা বলছো মানিয়ে নিতে ,
সহানুভূতির নো এন্ট্রি |
ছেলেটা বাঁচতে চেয়েছিলো নিজের মতো করে,
কিন্তু তোমার বাধলে নিয়ম ,
আর নিয়ম বাধলো তোমাদের ,
ছেলেটা নিয়ম ভেঙেছিল ,
তাই তোমরা মারলে ওকে |
ছেলেটা কিছু বলতে চেয়েছিলো |