লিখছি তোমায় কালো সাদায়
লিখছি তোমায় কালো সাদায়


শহরতলীর উত্তেজনায়
ব্যস্ত জীবন চারিপাশে
খুঁজছি তোমায় সম্পর্ক
খুঁজছো তুমি আমাকে
বোবা হয়ে বেঁচে আছো
ধূসরতার রং মেখে
বৃষ্টি হয়ে ধুঁয়ে দিও
নোংরা যত লেগেছে মুখে
লিখছি তোমায় কালো সাদায়
জলছবি আর প্যাস্টেলেতে
বেস্ততাটা ভুলে যেও
নিজের জন্য সময় পেলে...