Arijit Das

Abstract

2.3  

Arijit Das

Abstract

যুদ্ধবাজ...

যুদ্ধবাজ...

1 min
15.6K


নিঝুম এক রাতের আড়াল

কারাগারের অন্ধ দেওয়াল

বন্দি তুমি স্বভাব দোষে

নেশাগ্রস্ত ঘুমের শেষে

আমার সত্তার উন্মাদনায়

নিয়ম মাফিক পরিকল্পনায়

তোমার মুক্তি আলো আধাঁরে

নিস্তব্ধতার গহবরে

প্রমান নিয়ে হাজির থেকো

শত সহস্র ক্ষত দেহ


আরো একবার লড়াই হবে

আমাদের দাবি শুনতে হবে

রাজার আদেশ ভুলে গিয়ে

বিপ্লবী মন গান শোনাবে

আপোষের এই জঞ্জালে আজ

মরে গেছে আমার ভয় ঘৃণা লাজ

বদলাতে এই প্রচলিত নিয়ম

প্রতিজ্ঞাবদ্ধ আমি নিজে স্বয়ম

আরো একবার হোক চিৎকার

কাপুরুষেদের দিই ধিক্কার

শুনতে আমার নতুন নিয়ম

সঙ্গে থেকো সর্বক্ষণ....


Rate this content
Log in