STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

শুধু জীবনের জন‍্য

শুধু জীবনের জন‍্য

1 min
173


জীবনের প্রতিটা মুহুর্তকে 

আমি করতে চাই উদযাপন,

কি জানি কখন নিয়ে যাবে

আমায় শমন।

দেখা হবেনা এই সুন্দর পৃথিবীর

সুন্দর রূপ,

ক্ষনিকের ব‍্যবধানে সবকিছু 

হয়ে যাবে নিশ্চুপ।

চাইলেও পারবোনা থেকে যেতে,

প্রকৃতির বুকে আরও একবার 

প্রানভরে নিঃশ্বাস নিতে।

হাত বাড়ালেও পারবোনা কিছুই ছুতে,

একবার প্রান পাখি মুক্ত হয়ে 

গেলে এই দেহ হতে।

থাকবেনা এই দেহের আর কোনো দাম,

শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে কারোর 

হৃদয়ে আমার নাম।

সময় বড়ই অদ্ভুত!

একবার চলে গেলে আসেনা 

ফিরে আর কভু।

তাই মনের কোনে জমা দুঃখ,

কষ্ট ভুলে গা ভাসাবো আজ 

আনন্দের জোয়ারে,

আমার জীবন নদী একদিন 

ঠিক সময়ের স্রোতে ভেসে 

মিলে যাবে সাগরে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract