STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Fantasy Others

3  

TUHIN SAJJAD SK

Abstract Fantasy Others

শুভ নববর্ষ

শুভ নববর্ষ

1 min
190

টু‌ ডে হ্যাপী নিউ ইয়ার

নববর্ষের শুরু হল ক্লিয়ার,

অনাদি কাল স্রোতের মতো প্রায়

বছরের শেষে গ্রিটিংসের কাল এল তাই।

চলে যায় বার্তা এক থেকে একান্তর

সাদর সম্ভাষণ অন্য বা অনন্তর।

অফিস আদালত বিদ্যালয় কলেজে

কাজ বাদে সবই হয় আনন্দ উচ্ছ্বাসের মেজাজে।

বার মাসের জীবন উইপোকার মতো

হঠাৎ চলে যাওয়া এটাই তার শর্ত,

বাধ্য গতিময় চাকার মতো বছরের সময়

থেমে যায় হঠাৎ দুঃখ দিয়ে মনময়,

আবার দিয়ে যায় অজানা পুলকিত উচ্ছ্বাস

আনন্দে নব স্বাদের হৃদয়হরা নিঃশ্বাস।

সবাই চাই নববর্ষে শান্তি ও সুখ

ভালো ভালো খাওয়া পরা, না যেন হয় অসুখ,

নতুন বছর আবেগ উচ্ছ্বাসে ভরা

সে যে জীবনের নতুন অপ্সরা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract