STORYMIRROR

Paula Bhowmik

Classics Inspirational

3  

Paula Bhowmik

Classics Inspirational

শ্রাবণে স্মরণ

শ্রাবণে স্মরণ

1 min
165

কাল ছিল বাইশে শ্রাবণ, কিছুই হয়নি বলা,

নদীতে নেমেছি কিন্তু ডুবিনি, জল যদিও একগলা ।

মাঝে মাঝেই আমার স্মৃতির এই নদীতে ভেসে যাই,

এইবেলা বরং গঙ্গা জলে গঙ্গা পূজো সেরে নিই।

আসলে মনে মনে এত কথা বলে ফেলি _____

যখন বলার সময় আসে তখন তাই সব ভুলি।

শুধু মনে মনে চাই, যার বোঝার সে যেন বুঝে যায় 

নীরবতাও তো একটা ভাষা,অথবা আনন্দ,হাসি, কান্না, কিংবা আমার সুখ-দুঃখের দুই নয়নের জল ! 

নয় এসব ফেলনা মোটেই, কেননা এ সবই যে নির্মল। 

অবদান তো কিছু কম নয়, ছোটো গল্প, কবিতা অথবা কোনও উপন্যাস! কোন্ কথাটা বাদ দিয়ে কোনটা বললে, থাকবে যে তার মান ! 

সেটাই যে করতে পারিনা নির্দিষ্ট __________

আশা করি বুঝতে পারবেন উনি আমার সংকট, 

কারণ তিনি যে অনেক উদার ও মহান। 

একটা কথা আমার মনে হয়, 

যদি না পেতাম কখনও তাঁর লেখাকে, 

তবে কি আমি, হতাম আদৌ এই আমি! 

মনে হয়, হয়তো কোনোদিনই পেতামনা নিজেকে। 

রবির কিরণ যদি দেয় কাউকে সেভাবে ছুঁয়ে, 

থাকতে কি পারে কেউ একেবারে ঘুমিয়ে! 

হাজার হাজার বছরের স্মৃতি চাপা পড়ে ছিল, 

যেন এক নতুন প্রস্রবন নিজে থেকেই জেগে উঠলো। 

পেলো এক অজানা, অদ্ভুত, দুর্দমনীয় গতি, 

পথে যতসব খড়কুটো বাঁধা দিতে এলো, ভেসে গেল। 

বালি, পাথর, মাটি সবকিছু সরিয়ে পথ করে নিলো। 

জানেনা নিজেও কোথায়, কোনপথে হবে যেতে? 

এই মন শুধু জানে, থামা চলবেনা কোনোমতে। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics