শরৎ ছায়া
শরৎ ছায়া


শরৎ ছায়ায় অন্তর মজে দারুণ রাগে পিয়াস বুকে ছন্দে গন্ধে,
শিউলী আকুল দুকুল ভরে প্রাণের কাছে অনুরাগে ছায়া নিপুণ দ্বন্দ্বে।
কাশের বনে বহে হাওয়া কানে কানে কি কথা সুরে সুরে বলে,
দোলন লাগে মনে জাগে কতো হিল্লোল ধরণীর গহীন অন্তর তলে।
মিছে মাখি গায়ে দুঃখ যাতনা সব বিনা কারণ ভূবন মাঝে,
আনন্দ শরৎ আসে অরূপ মায়া রূপে গন্ধে মধুর সোঁদা সাজে।
বিছিয়ে দেবো সেই প্রাণ খেয়ালী ওই গগন শোভা চিত্র এঁকে,
ফুরাবে না হিমেল হাওয়া দিন স্বপ্ন যে বুকে নিয়ে বেঁচে থাকে।
প্রসাধনী রোদের লেগেছে মুখে যায় চেনা আলোর রঙে অঙ্গে,
রাণী রূপে তারে সাজাবো দিয়ে প্রেম আনন্দ উৎসব প্রাণের সঙ্গে।