STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy

4  

Sipra Debnath

Abstract Tragedy

শঙ্খ

শঙ্খ

1 min
225

প্রবাদপ্রতিম

শঙ্খধ্বনি আর হবে না

তার প্রতিধ্বনি শুনতে পাবো না

স্তব্ধ হল শান্ত হল সাঙ্গ হল

সব সুখ কল্পনা সব দুঃখ জল্পনা।

কতভার ছিল তোমার উপর

টেনে নিয়ে যেতে যেতে শেষে তুমিও ক্লান্ত হলে

এইযে প্রজন্মটা গেল সেখানে সাহিত্যে গল্পে আড্ডায়

তোমাকে ছাড়া ভাবা যায় কে বলে!

তোমার সান্নিধ্যে যাবার সৌভাগ্য করিনি বটে

তবু যখন পড়েছি তোমার কবিতা মনে হয়েছে

বসে আছো তুমি ও আমার সাথে নদী তটে

মনে হতো বলছো তুমি মেয়েটা খুব সুন্দর করে কবিতাখানি পাঠ করেছে।

এই তোরা থাম মন দিয়ে শোন

প্রাণে আশা জাগত নেচে উঠতো মন।

কুড়ি একুশ যেন মৃত্যুর মিছিল

তুমিও লাইনে দাঁড়িয়ে ছিলে

এমন ভাবে গেলে কে আগে যাবে কাকে ঠেলে!

 সমন এসেছিল করনার বেশে 

 মৃত্যুর বেগ ঠেলে দিল পিছ থেকে শেষে

 সামাল সামাল বলেও পারলে না সামলাতে।

 তোমার হাতে কারা হলো তৈরি আগামী প্রজন্ম

 তুমি হয়েছ গত তবু সবাই মনে রাখবে তোমায় আজন্ম।

 তুমি আছো তুমি থাকবে,সাথে থেকো কিন্তু

 আভাস দিও মাঝে মাঝে তুমি আছো।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract