শিক্ষক দিবস
শিক্ষক দিবস
হে মাননীয় শিক্ষকগণ,
আজকের এই বিশিষ্ট দিনে, আপনাদের জানাই সাদর আমন্ত্রণ।
আমরা এখন অপ্রস্ফুটিত পুষ্প,
যার নেই কোন গন্ধ নেই কোন পরিচয়,
আপনাদের আশীর্বাদে হবে প্রাণময়।
আপনাদের জ্ঞানের স্পর্শে আমাদের জীবন হোক উদ্দীপিত,
আপনাদের দেখানো পথে আমাদের ভবিষ্যৎ হোক প্রকাশিত।
আপনাদের হাত ধরে আমরা হবো জীবন সমুদ্র পার,
মুছে যাবে আমাদের মনের অজ্ঞানতার অন্ধকার।
আপনাদের সাহায্যে আমরা করব সব বাধা পার,
ঘুচে যাবে সংশয় আঁধার হবে ছারখার।
তাই আজ পণ করি আপনাদের সদা রাখিব মান,
আজ এই বিশিষ্ট দিনে আপনাদের জানাই শত শত প্রণাম।।
