STORYMIRROR

Bidyut chakraborty

Inspirational Thriller Others

3  

Bidyut chakraborty

Inspirational Thriller Others

শেষের সেদিন...

শেষের সেদিন...

1 min
410

সেদিন শেষের ডাকে দিতেই হবে সাড়া

দরজা খুলে সঁপে দিতে হবে প্রাণটা

যখন শুনব দরজায় মৃত্যুর কড়া নাড়া।

ভাবতেই অস্থির হয় মনটা।

আমার আমিই থাকব না আর

থাকবে পড়ে আমার সাধের দেহটা ।

আগুনের হাতে সঁপে দেওয়ার আগে

কেড়ে নেবে আমার লজ্জা নিবারণের বস্ত্রটা।


তারপর জোর করে চাপিয়ে দেবে আগুনে

মনের সুখে গ্রাস করবে আগুন

পুড়িয়ে ছাই করে দেবে আমার আপন দেহটা।

ভাবতেই অবাক লাগে শেষের সেই দিনটা।

যা ছিল আমার আপন, রেখে যেতে হবে সবটা।

আর কোনো দিন পাব না দেখতে

আমার প্রিয়জনদের মুখটা।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational