STORYMIRROR

প্রসেনজিৎ ঘোষ

Tragedy Fantasy

3  

প্রসেনজিৎ ঘোষ

Tragedy Fantasy

শব্দ

শব্দ

1 min
251


এখন আর ভালোবেসে কবিতা লিখিনা।

কবিতা আর আসেনা আমার কলমে।

এখন শব্দ বেঁচি,

অনলাইনে, পত্রিকায়, হাটে বাজারে।

সম্পাদক কাম প্রকাশকরা কিনে নেয়

আমার সস্তা ঘামে ভেজা স্যাঁতস্যাঁতে আঁকিবুকি।

অনেকে তো আবার নিজের টাকা দিয়েও স্বপ্ন বেঁচে।

চুপ করে রোজ দেখি, 

হাতে হাতে ব্যানারে ব্যানারে বদলে যায় 

শব্দের চরিত্র।

শ্লালীনতা অশ্লালীনতা মিলে মিশে জায়গা পায়

ফুটপাতের লাইব্রেরীতে।

শৌখিন মানুষেরা সেগুলো কিনে ঘর সাজায়।

আমি শুধু দেখি, কোনো কথা বলিনা,

কারণ আমার কোনো লেখাতেই আর

আমার আবেগ আমার কান্না আমার প্রতিবাদ জড়িয়ে নেই। 

শুধু আমার একটা রাক্ষসের মত পেট আছে,

আছে আরো তিনটে পেটের দায়িত্ব।

তাই চুপ করে থাকি আর,

শব্দের কবরের উপর হিজিবিজি লিখে চলি 

চুপচাপ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy