স্বপ্ন চুরি
স্বপ্ন চুরি
স্বপ্ন চুরি
=========
পাড়ায় পাড়ায় মাছ কিংবা সবজি বিক্রি করতে আসা ছেলেটা আজ আর স্বপ্ন দেখেনা।
আইবুড়ো মেয়েটা টিউশন পড়িয়েই কোনো মতে ভাঙ্গা সংসার টেনে চলেছে।
একদিন ভাগ চাষে না গেলে একশো আটত্রিশ টাকা লস।
চোদ্দো ঘণ্টা প্রাইভেট চাকরি করেও একটা প্রেম টিকছে না।
ট্রেনে ট্রেনে বই ফেরী করা লোকটা আজও মাঝ রাতে মুড়ি খায়।
অথচ এই মানুষগুলো সকলেই এম এ বি এড...
নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখা এই মানুষগুলো
আজ রাস্তায়...
এদের
স্বপ্ন চুরি গেছে !
স্বপ্ন চুরি গেছে
আমাদের সকলের শিরদাঁড়াহীন আপোষ ভয় কিংবা
মৌনতায়।।
