STORYMIRROR

প্রসেনজিৎ ঘোষ

Drama Fantasy Others

3  

প্রসেনজিৎ ঘোষ

Drama Fantasy Others

হাত

হাত

1 min
197


যে দুটো হাত ধরলে ,

তুমি আজীবন থেকে যাবে।

আমি সেই হাত দুটো খুঁজছি।


ফুলের মালার বদলে চোখের জলকে বন্ধক রেখে

যে হতে একদিন ভালোবাসা সাজিয়েছিলে

আমার জন্য ।

সাঁঝের বেলায়।

সেই হাত...


এই দেখো আজ এত বছর পর ফিরে এসেছি, 

কার্তুজ , পিস্তল, বোমা, কিংবা বারুদের গন্ধ নেই আর এই হাতে।

রিক্ত... শূন্য.... 


মাঝের অনেকটা সময়।


আমি আজও সেই হাত দুটো খুঁজছি।।


Rate this content
Log in

Similar bengali poem from Drama