সম্পর্ক কিংবা সংসার ..
সম্পর্ক কিংবা সংসার ..
সন্ধ্যে হলেই
দুটো মানুষ রাস্তার বড়ো লাইটের নিচে এসে জড়ো হয়।
একজন পুরুষ একজন মহিলা।
ওরা জানে,
শুধু ভালোবাসায় সম্পর্ক কিংবা সংসার
কোনোটাই চলেনা।
সারাদিন খেটে একজন বাড়ি ফিরে সংসারে,
আর একজন সংসার সামলে খাটতে বেরোয়
আলো ফুরোলে।।
