শান্তিপুরে
শান্তিপুরে
শান্তিপুরে যায় মন উরে শান্তি পেতে
প্রেম হবে বলে আরো অনেক
অনেক ভালোলাগা ভালোবাসা পেতে।
অনেক বড় বড় গাছ ওখানে
লাগানো আছে ভালোবাসার উঠোনে
দোয়েল কোকিল শ্যামা ওরা গান গায়
যেন কিসের ভালোবাসার নাকি বিরহের!
এক বুক ভয় তারা করে ভুল তো করিনি পথ
দেখি বাঁশঝাড়ময় প্রতিটি বাঁশের আগায়
উড়ে ভালোবাসাময় প্রেমের পতাকা পত্পত্।
দেখি প্রেমে প্রেমে ভরপুর নদী
উথ্লে ওঠে আর উছ্লে পড়ে ঢেউ
গা যদি ধুয়ে নিতে নামি শান্তিই পাব
এমন কথা বলে দিতে পারে কি কেউ।

