শান্তিনিকেতন
শান্তিনিকেতন
শিমুল-পলাশের দেশে
ফাগুনের আবেশে,
প্রকৃতি কে ভালবেসে
সুমধুর হাসি হেসে-
সব কিছু ভুলে-
মাদলের তালে তালে
নুপুরের ছন্দে
নাচছে মন-নাচছে মহানন্দে।
রাঙা মাটির দেশ,
খোয়াই আর কোপাই এর
কুলু কুলু তান,
আদিবাসী সাঁওতালি ঝুমুর গান,
মহুয়ার সুবাসে আমোদিত,
বসন্তের পরশে পুলকিত,
কোকিলের কুহু কুহু,
পাপিয়ার পিউ পিউ,
সোনাঝুরির মেলা,
আর বাউলের দরাজ গলায়
উদাস বাউল গান।
কলা ভবন,উত্তরায়ণ,
আর শ্যামলীর দাওয়া-
আম্রকানন, বিশ্বভারতী
আর রবিঠাকুরের ছোঁওয়া।
গল্প, কবিতা,উপন্যাস,সাহিত্য
রবীন্দ্র সংগীত আর রবীন্দ্র নৃত্য,
দেশী-বিদেশী ছাত্র-ছাত্রী,
গীতাঞ্জলী আর নোবেল,
দোল উৎসব, পৌষ মেলা
আর রাখীবন্ধন-
এ আমাদের সবার সুপরিচিত
কবিগুরুর শান্তিনিকেতন ।
