সেরা প্রাপ্তি
সেরা প্রাপ্তি


প্রিয়ের হাতের ছোঁয়া
সেইতো বড়ো সুখ,
মোহের পালকে মুড়ে
মিলবে শুধু দুখ।
দুটি পাতা একটি কুঁড়ি
তাতেও যে প্রাপ্তি,
অহংকারী শুভেচ্ছাতে
নেই কোনো দীপ্তি।
ক্ষনিকের সুখ স্মৃতি
আজন্মের রসদ,
মূল্যায়ন যেমনই হোক
তাতেই প্রাপ্তি-বোধ।