সেলফি
সেলফি


কীভাবে নষ্ট হ'য়ে যাচ্ছ প্রতিদিন!
কেন দ্রোহের অনলে পুড়িয়ে মারছ অন্তর্বর্তীকালীন মন?
নিজের গতিপথে একান্তই নিজস্ব আঁকিবুকি কাটা,
বেশ তো ছিলে আনমনে আপন রাজত্বে,
বাহ্যিক বাহারিময় কৃত্রিমতাকে প্রশ্রয় কেন?
কীসের আকর্ষণে অন্দরমহলের আত্মাকে পরিশুদ্ধ করা!
অবয়বকে পরিস্রুত দেখিয়ে অন্যের মনের দোরের প্রবেশপত্র পাবে কী?
মনের বর্জ্য পদার্থকে সেলফির আস্তরণে ঢাকা বৃথা চেষ্টামাত্র।
সেলফির আড়ালে আড়চোখে নিরাপত্তা নিশ্চিত করা নিষ্প্রয়োজন।