সেলফি
সেলফি


পরের হাতে ভরসা কেন ?
মুহূর্ত যখন বন্দি চায় -
নিজের হাতে নিজস্বী ,
ইচ্ছা হলে ঠিকানা পায় l
যুগের সাথে উড়তি হাওয়া ,
নতুন ট্রেন্ড শহর জুড়ে -
সেলফি নেশায় ডুবছে সবাই ,
গল্প গুলো অপেক্ষা করে l
আয়না বন্দি হাতের মুঠোয় ,
বাহির জগৎ ব্যাগের চেনে -
ক্যামেরা এখন বিশ্বের চেয়েও
নিজের আপন মুখ টা চেনে ll