STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Tragedy Others

3  

Mahfujur Rahaman

Abstract Tragedy Others

সেই পৃথিবী

সেই পৃথিবী

1 min
281

একটা পৃথিবী ছিল 

    আমার নিজের মতো,

যেখানে শুধু আমি আর - 

    আমার প্রিয়রা স্থান পেতো।

একটা রঙিন স্বপ্ন ছিলো

    যেটা নিজের হাতে বোনা,

আর ছিল অপেক্ষার আনন্দ 

   এবং কিছু সময় হাতে গোনা।

একটা ছবিও ছিলো

    নিজে হাতে মোম রঙে আঁকা,

হঠাৎই কি যেন এসে নিয়ে গেলো সব 

    রঙিন ক্যানভাস এক পলকে ফাঁকা।

তাই বিষণ্ণ মন আজও 

    ভুলতে চায় না সেগুলো,

ব্যস্ততার শহরে বসে 

    ছেলেবেলার দিন ফুরালো।

সেই পরিত্যক্ত পৃথিবী তাই

   অযত্নে একলা পড়ে থাকে।

যেন আরো দূরে চলে যায় সেই পৃথিবী -

   ছোট্ট সময়ের ফাঁকে।

তাই মনে পড়লেও স্মৃতিগুলো - 

    আবার অতীতে ফিরে যায়,

আমার আমি তাই এখন 

    ভিড়ের মাঝেও নিজেকে একা খুঁজে পায়।

অনুভবে থাকে সময় চলে যায়

    কারোর জন্য না দাঁড়িয়ে,

শুধু স্মৃতিগুলো গেঁথে থাকে 

    এই ব্যস্ততার হৃদয়ে।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract