STORYMIRROR

ANIRBAN BERA

Romance Inspirational Others

3  

ANIRBAN BERA

Romance Inspirational Others

সে যেন থাকে

সে যেন থাকে

1 min
185

আমার নরম আকাশের সেই মেঘটা যেন থেকে যায়

যে বৃষ্টি হয়ে আমাকে ভিজিয়েও ভেসে বেরায়,

কখনও হঠাৎ সন্ধ্যে নামিয়ে আনে

কখনও বা নীলের নীরে নকশা আঁকে।


শহরকে ঘুম পারাবে বলে কুয়াশা হয়ে আসে

ধাঁধার মাঝে ধমনী দিয়ে শরীর ছুঁয়ে ফেলে,

আঁকা-বাঁকা পথে সেই গোপন মনটার খোঁজে থাকে

দূষণের মাঝে যে আর একটা শহরকে ভালোবাসতে জানে।


আমার ছোট্ট আকাশের এই মেঘটা যেন বেঁচে থাকে

আঁধারে চাঁদ থাকলেও সে যেন তারা হয়ে থাকে,

ঝলমলে আলোয় সন্দেহ থাকলেও সে যেন গোধূলি হয়ে থাকে

ফিরে আসার সময় সে যেন আরও কিছুখন ভেসে থাকে।


নির্বিকার-ভাবে সে যেন ছন্দে ছন্দে জেগে ওঠে

নির্ভয়তার নিরালার নিঃশেষেও যেন নিষ্পাপ হয়ে থাকে,

অলৌকিক কোনো অসময়ের চিরকালে যেন চিরজীবী হয়ে রহে

ভয়হীন ভালোবাসার বিষাদকালে ভীষণ নির্লজ্জতা থাকে।  


অন্তমিলের কারন হিসেবে অথবা অন্তস্থলের অনামিকা হয়ে

বেনামী বিদেশিনী হয়ে অথবা কল্পনার কমলিনী হয়ে,

সে যেন থেকে যায় মোর প্রতিটা নিশ্বাসে

মনের পিছুডাকে অথবা মুহূর্তলাভের লোভে সে যেন থাকে, 

যেকোনো বাহানাতে অথবা যেকোনো বাঁধনে সে যেন থেকে যেতে পারে। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance