STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

স্বপ্ন সুখ

স্বপ্ন সুখ

1 min
320

Nov.27 Dream  Team A


স্বপ্ন সুখ 

মানিক চন্দ্র গোস্বামী 


জীবনের এই চলার পথে 

বাল্যকাল থেকে,

অনেক অনেক স্বপ্ন রেখেছি 

চোখের আড়ালে ঢেকে। 

স্বপ্ন দেখায় পথের দিশা,

বাড়ায় মনের বল;

স্বপ্ন পূরণ ভাগ্যের কথা,

নচেৎ হতাশা সম্বল। 

স্বপ্ন ছিল মানুষ হবো,

দেশের কাজে ব্রতী;

এখন দেখি আমার মতো 

অমানুষ নেই দুটি। 

স্বপ্ন-শপথ ঝেড়ে ফেলে দিয়ে

অন্যের সুখে ব্যথা,

মনটাকে এমন নীচ করেছি

মানি না হিত কথা। 

ঘোর নিশীথে ঘুমের মাঝে 

মন হয় স্বপ্নীল,

রঙিন মজার স্বপ্নগুলো 

ভোরের আকাশে লীন। 

স্বপ্নে কাঁদি, স্বপ্নে হাসি 

স্বপ্নে করি লড়াই;

স্বপ্নের মাঝে কাহিনী রচনা 

রচয়িতার বড়াই। 

হাজার রকম স্বপ্নের মাঝে 

রঙিন স্বপ্নে তুমি,

বেচাল কোনো চাল চলনে 

নিজ গুনে দিও ক্ষমি। 

স্বপ্নে তোমায় সমীপে পেলে 

সীমানা ছাড়ায় আশা,

তবু, মরীচিকার ন্যায় ছলনায় আনে 

একরাশ নিরাশ প্রত্যাশা।

 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract