STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

5.0  

Priyanka Bhuiya

Classics

স্বপ্ন হলেও সত্যি

স্বপ্ন হলেও সত্যি

1 min
829


অবচেতন মনেই অনুভূতিদের ভিড় স্বপ্নের আঙিনায়,

বিষয়ের প্রত্যক্ষবৎ অনুভব সুপ্তি বা নিদ্রার বাগিচায়;

অতর্কিতে জেগে ওঠে অজস্র প্রশ্ন,

তন্দ্রাচ্ছন্ন আমিও গভীরে হই মগ্ন;

স্বপ্নেরা সত্যি হয় দিগন্তনীল আকাশতলের কবিতায়।


বাস্তব অভিজ্ঞতা ও স্মৃতিদের সন্ধিতে কল্পনা অলীক,

চলন্তিকা স্বপ্নদের সুধারস আস্বাদনের আমি পথিক;

ধারাবাহিক কিছু ছবি ও আবেগ,

সৃজনশীল চিন্তাধারার গতিবেগ;

দৃঢ়চেতা কর্মোদ্যমী আমিও স্বপ্নসন্ধানী এক নাবিক।


স্বপ্ন বুনছি বলেই চাঁদের আলোতে পথের দিশা পাই,

বাস্তবায়নের ঊষাকালে জয়ধ্বজা আকাশ ছুঁতে চাই;

ভোরের সূর্য স্বপ্ন পূরণের আরাধ্য,

কিছু সুখ আমার জন্যেও বরাদ্দ;

জীবনকে ভালোবাসলে জেনো স্বপ্নও সত্যি হয়ে যায়।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics