STORYMIRROR

surjani bhattacharya

Romance

1  

surjani bhattacharya

Romance

স্বীকারোক্তি

স্বীকারোক্তি

1 min
732


একটা বিকেল ভীষণ লাজুক ছিল

ঘাসের আগায় আঙুল আঁকার ঝোঁক,

সন্ধে সময় আবডাল পেরিয়ে

প্রথম বার চোখের পরে চোখ।


প্রতিশ্রুতি দু'হাত মেলে দেয়

যখন আঁকড়ে বলো "ভীষণ ভালোবাসি",

আমার সকল ভালো থাকার রসদ

ক্লান্ত তুমি,তবু একগাল হাসি।


তৃপ্তির স্বাদ দুচোখ বেয়ে নামে,

তুমি আলতো করে আগলে রাখো আমায়

তোমার কাঁধে চির-অশ্রু যাপন,

তোমার দিনে স্বীকারোক্তি তোমায়।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance