#'সবেগে সমদ্যুত'
#'সবেগে সমদ্যুত'


অন্ধকারের শক্তি বলে...
আমি যাদের চিহ্নিত করি,
দেশের রাজনীতির অলিতে গলিতে...
দাপিয়ে বেড়াচ্ছে গত পাঁচ বছর ধরে।
গোটা পৃথিবীর কাছে বদলে যাচ্ছে...
ভারত বর্ষ নামক যে ধারণা ছিল_
শ্রদ্ধা, সমীহ আর সম্মানের ধারণা,
বুদ্ধের দেশের ধারণা, গান্ধীর দেশের ধারণা।
সেই ধারণা টাই বদলে যাচ্ছে...
সারা পৃথিবীর কাছে কারন-
আসারাম থেকে রাম রহিম বাবা
সকলের চোখ ক্ষমতার লোভে চক চক করছে।
যেখানে সপ্ন শিহরণ বিদীর্ণ রাত্রি
বিস্ফারিত চক্ষে_
পরিত্রাণের পরিবর্তনে বিশ্বাসী সম্মুখ সমরে
ছুটিছে ওরা দিগন্তময়
ওঠে শুধু অবাধ্যতার কলরব
চাইছে লিখতে নতুন নিয়ম
জানি আজও_
"শান্তির লালিত বাণী শুনাইবে, ব্যর্থ পরিহাস...."
রণডঙ্কার আজ_
রণহুঙ্কার আজ চারি দিকে
ঝলসে ওঠো_গর্জে ওঠ
করিব ধ্বংস অজাত শত্রু
মিটাব ক্ষুধা ধর্ম দিয়ে...
ঘৃণিত যারা, শোষিত যারা, দলিত যারা_
দেখ আজ তাদের 'সবেগে সমদ্যুত'...
পরিবর্তন চাই প্রতীক্ষনে
পরিবর্তন শুরু হোক নিজের নিজেই।