"এসো হাতে হাত রেখে ভুলে যেতে চাই"
"এসো হাতে হাত রেখে ভুলে যেতে চাই"


ভেবেছিলাম তোকে ভুলে যাবো,
না চাইলেও সরিয়ে রাখবো,
ভেবেছিলাম তোকে পুড়িয়ে দেবো আমি ।
আর উড়িয়ে দেবো কালো রঙ...
কিছুই তো করতে পারলাম না আমি...!!
আজ ওসব নিয়ে আর ভাবছি না তাই..
ডায়েরির পাতাগুলো আজও ভাষাহীন ।।
আজ একলা ঘরে আমার সঙ্গী শিখাহীন মোমবাতি।
নেই কোনো অপেক্ষা,
কখন আসবে sms এর রিপ্লাই।
না মন আর ভাবছেনা বসে,
আজ এই খোলা জানালায় ..
যদি দুচোখ যায় ভেসে,
না না আমি কাঁদছি না।
আমি অগভীর সিনেমার গভীর প্রেমে আচ্ছন্ন হয়ে আছি।
আমি মন দিয়েছি আমার সপ্নের তুমি কে
শুধু তুমি নেই অন্য কেও ।।
আমি প্রেম দেবো না বাস্তবের তুমিকে...
যেখানে শুধু তুমি নও।।
যেন ফ্রিজ হয়ে আছি
সব কিছু তে আগুন দেখছি।
অশ্লিল আনন্দে মাতোয়ারা
যেন আমি গভীর দুঃখে জড়োসড়ো।
এই বুঝি মুক্ত আমি...আমি জীবনানন্দ
আবারও আবদ্ধ আমি অন্ধকারে।
আমায় বিশ্বাস করতে বলোনা
সত্যিকারের ভালোবাসা তে।
আজ আবার তোমার পাড়ায়
ধুলো উড়িয়ে স্মৃতি গুলোকে
ধরবো বলে।
ধুলো সরিয়ে শুধু তোমায় দেখতে।
না দাঁড়াতে পারিনি!!
অবাধ কম্পন বুকের ভিতরে
আবার হঠাৎ বেড়ে উঠেছে ।।
আজ আমার তুমি কে দিলাম মুক্তি
দিলাম তোমায় রাজরানী হতে
তোমায় দিলাম নতুন কাহিনী
যেখানে নইতো রাজা আমি
আর নেই কোনো সংলাপের অন্তর্ভুক্তি।।