প্রাক্তন
প্রাক্তন


মুখ মুখি আমি আর আমার প্রাক্তন
উৎকণ্ঠায় ভরপুর আজ আমার সমুদ্র পুর।
কে জানে কে তুই।
রাত দিন তোকেই দেখি
স্বপ্নে শুধু তোকেই ভাবী
টিউশন থেকে বেরিয়ে
...যেদিন আমার সামনে এসে দাড়ালি
থমকে গেছিলো আমার বিকেল,
থমকে গেছিলো
...ট্র্যাফিক সিগন্যালে বেজে ওঠা রবি ঠাকুরের গান।
থমকে গেছিল আরো অনেক কিছু,
কে জানে কে তুই।
কে জানে কে তুই
তোরই কারণে
..শুধু তোর কারণেই ছেড়েছি অন্য অনেক কিছু।
শুধু তোর কারণে
...বোবা ডাইরি ভাষা পায়
সে ভাষায় আজ ভাষা কই।
কে জানে কে তুই
আজ আবার তোকে স্বপ্নে দেখি
জেগে উঠি
জেগে উঠি অনিদ্রার ঘুম থেকে
ছট পট করে
ছট পট করে বুকের ভিতরটা
সে ব্যাথায় কী ব্যাথা পায়
কে জানে কে তুই
হাঁ আজ আবার তোর ওই চোখে
হারিয়ে গেছি
হারিয়ে গেছি আমার আমি
স্বপ্নে বিভোর হয়ে
তোর সপ্নের অন্ধকারে
সেই সপ্নের কী কোনো ভাষা পাই
কে জানে কে তুই