স্বাধীনতার অপূর্ণ সাধ
স্বাধীনতার অপূর্ণ সাধ
দেশ আমাদের স্বাধীন আজি অনেক বলিদানে৷
স্বপ্নপূরণ হয়নি তবু, দারুণ ব্যথা প্রাণে৷
প্রাণকে হেলায় তুচ্ছ করে লড়লো যারা, মরণজয়ী—
সোনার সে'দেশ হয়নি গড়া; সমাজবাঁধন অবক্ষয়ী!
নারী-সম্মান লুঠ করে আজ নরপশুরা অহরহ৷
ভারত মায়ের সম্মান কৈ? আইনকানুন আজ্ঞাবহ!
ধনকুবের যে দেশেতে, পিলসুজেরা পায় না খেতে!
'ধর্ম' নামের মৌতাতে, জনগণ সব আছে মেতে!
সংস্কারের কুপ্রভাব পিছে টানে প্রগতি আজও৷
দুর্নীতিতে কলুষিত দেশ, অব্যাহত গুণ্ডারাজও!
শিক্ষার সাথে তুল্যমূল্য কাজের সুযোগ নেই!
শিক্ষা-স্বাস্হ্য-জীবনযাত্রা পিছিয়ে আছে সেই৷
পেটের দায়ে শিশুরাও আজ শ্রমের ঘানিতে বাঁধা৷
জীবন যুদ্ধে ঢাকা পড়ে যায়, কত নিষ্ফল কাঁদা!
স্বাধীনতার প্রকৃত অর্থ রূপায়িত হবে যে'দিন৷
জগৎসভার শ্রেষ্ঠ আসন ভারত পাবে সে'দিন৷