স্বাধীনতা
স্বাধীনতা
স্বাধীনতা চেয়ে নেওয়া সহজ
আমাদের মধ্যে চেটেপুটে স্বাধীনতা খাবার চেষ্টাও চিরাচরিত
একাল-সেকাল ঘুরে আবার হাজির হব সম্ভাবনায়
দেয়ালে ঘুঁটের বদলে ঝলসে নেব বিশ্বাস, লোভ আর ইচ্ছেগুলো
নীচ থেকে তাকিয়ে দেখলে অবিকল স্বপ্নের বুনোট-
স্বপ্নেরা রীতিমতো ভারী
দু-হাতে বইতে গেলে জুড়তে হয় মায়ার শরীর
এসমস্ত স্মৃতিকথা অবাধে পোড়বার পরে
স্বাধীনতার খিদে আরো স্পষ্ট হচ্ছে
অথচ ভাতের বদলে আমরা খেয়ে নিচ্ছি অবশিষ্ট ফ্যান
আগাগোড়া অন্ধত্বের দিনগুলোয়
