স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি


স্বাধীনতা মানে ইচ্ছে ডানা
কোথাও যেতে নেই মানা।
স্বাধীনতা মানে মনের মুক্তি
জীবন দর্শনের এক যুক্তি।
স্বাধীনতা মানে নিজের অধিকার
সাথে সাথে সকলের অধিকার।
স্বাধীনতা মানে নিজের মত
স্বাধীনতার রূপ শত শত।
স্বাধীনতা মানে সেই কবিতা
বলা না বলা যত কথা।
স্বাধীনতা তুমি কার?
সে বলে,আমি সবার।