STORYMIRROR

KAJOL MANDAL

Abstract Fantasy

3  

KAJOL MANDAL

Abstract Fantasy

রাত তুমি

রাত তুমি

1 min
398

এক সময় উজ্জ্বল দিন ফুরায়।

দিনের ব্যস্ত শব্দরা সব হারায়।

পাখিরা ধীরে ধীরে ফিরে নীড়ে।

সকলে হয়তো আসে না আর ফিরে।

নেমে আসে সেই সন্ধ্যা।

শান্ত স্নিগ্ধ সোনালী সন্ধ্যা।

এখানটা এক গাঁয়ের শেষেরও পরে।

নির্জনতা মাখা লোকালয় থেকে দূরে।

চারপাশে জোনাকীরা ঝিকমিক।

আকাশে তারারা ঐ চিকমিক।

এরই মধ্যে চলে আসে রাত।

অন্ধকার মাখা নীরব এক রাত


Rate this content
Log in

Similar bengali poem from Abstract