নশ্বর মন
নশ্বর মন


দিনের ক্লান্ত আলো ফুরিয়ে এলে
সব ক্লান্ত পাখিরা নীড়ে ফিরে এলে
দিনের ব্যস্ত শব্দরা থেমে এলে
চারপাশে নরম অন্ধকার নেমে এলে
জোনাকীরা উড়ে উড়ে এলে
এই চরাচর শান্ত হয়ে এলে
স্মৃতিরা মিলায় মহাশূন্যে হারায়।
দিনের ক্লান্ত আলো ফুরিয়ে এলে
সব ক্লান্ত পাখিরা নীড়ে ফিরে এলে
দিনের ব্যস্ত শব্দরা থেমে এলে
চারপাশে নরম অন্ধকার নেমে এলে
জোনাকীরা উড়ে উড়ে এলে
এই চরাচর শান্ত হয়ে এলে
স্মৃতিরা মিলায় মহাশূন্যে হারায়।