শরৎ তুমি/শরৎকাল
শরৎ তুমি/শরৎকাল
সেদিন ঘুম থেকে উঠে শিশু ভোরে ।
গিয়েছিলাম আমি নদীর পাড়ে।
শান্ত শিশির জমে ঘাসে ঘাসে।
সাদা সাদা মেঘ ঐ আকাশে ভাসে।
এখানে ওখানে ফুটেছে কাশ।
খুশি মাখা নির্জন চারপাশ।
শিউলির সুবাসে বাতাস মাতোয়ারা।
মা আসছে তাই সব আনন্দে আত্মহারা।