সন্ধ্যা তুমি
সন্ধ্যা তুমি
1 min
70
এক সময় রঙীন গোধূলি ফুরায়।
মুছে যায় দিনের শেষ আলোটুকু।
চারপাশে নামে ধূসর অন্ধকার।
এখানে ওখানে ফোটে শান্ত সন্ধ্যামণি।
জোনাকীরা জ্বলে সব ঝিক্ মিক্।
ঐ দূর আকাশে তারারা চিক্ মিক্।
এটা এক গাঁয়ের পুকুর পাড়।
সারাদিনের ব্যস্ততা গেছে মুছে।
চারপাশ এখন শান্ত ক্লান্ত।
ঝিঁ-ঝিঁ-ডাকে নির্জনতার এক সুর।
রাত পাখিরা আড়মোরা দিচ্ছে আলতো।
সব মিলিয়ে এখন নরম--
এক সোনালী সন্ধ্যা।