The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

KAJOL MANDAL

Abstract Classics Fantasy

3  

KAJOL MANDAL

Abstract Classics Fantasy

সন্ধ্যা তুমি

সন্ধ্যা তুমি

1 min
40


এক সময় রঙীন গোধূলি ফুরায়।

মুছে যায় দিনের শেষ আলোটুকু।

চারপাশে নামে ধূসর অন্ধকার।

এখানে ওখানে ফোটে শান্ত সন্ধ্যামণি।

জোনাকীরা জ্বলে সব ঝিক্ মিক্।

ঐ দূর আকাশে তারারা চিক্ মিক্।

এটা এক গাঁয়ের পুকুর পাড়।

সারাদিনের ব্যস্ততা গেছে মুছে।

চারপাশ এখন শান্ত ক্লান্ত।

ঝিঁ-ঝিঁ-ডাকে নির্জনতার এক সুর।

রাত পাখিরা আড়মোরা দিচ্ছে আলতো।

সব মিলিয়ে এখন নরম--

এক সোনালী সন্ধ্যা।


 


Rate this content
Log in

More bengali poem from KAJOL MANDAL

Similar bengali poem from Abstract