STORYMIRROR

Paula Bhowmik

Classics Inspirational

4  

Paula Bhowmik

Classics Inspirational

স্বাধীনতা ও বিস্কুট

স্বাধীনতা ও বিস্কুট

1 min
210

প্রত্যেকেরই চাই অনেকটা স্বাধীনতা, 

কিন্তু করা চলবেনা তার অপব্যবহার।

স্বাধীনতা পেলে বা অর্জন করলেই হলো না,

সেটাকে রক্ষা করা খুব জরুরী দরকার।

দমবন্ধ পরিবেশ কারোরই ভালো লাগেনা,

এই খোলা হাওয়ায় শ্বাস নেবার, 

আছে তো সকলেরই অধিকার !

বাক স্বাধীনতা থাকলেই যেমন অযথা, 

কাউকে, দেওয়া যায় না গাল। 

তেমনি নিজের আখের গোছাতে গিয়ে, 

কাউকে করা উচিত নয় নাকাল। 

আজ স্বাধীনতা দিবসের সকালে, 

টিপ টিপ করে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে, 

একে নাকি পুষ্প বৃষ্টি বলে তাই জেনে এসেছি। 

আগে যে কোনো খুশীর খবরে , 

স্বর্গ থেকেও ঝরতো, লোকে নাকি দেখেছে। 

আমার তো পতাকা উত্তোলনের পর, 

পতাকার কোনে বাঁধা ফুলের কুঁচিগুলো, 

ঝরে পড়ার কথাই মনে পড়ছে। 

স্বাধীনতা কি? কেন পতাকা ওঠানো!  

তখন যে এসব কিছুই বুঝতাম না। 

পতাকার নিচে সত্যিকারের ফুলের, 

বৃষ্টির মতো ঝরে পড়া দেখে, 

খুশি না হবার উপায় ছিলোনা। 

মনে মনে করতাম কামনা, 

পতাকার ফুলের পুটুলি তে যেন গিঁট লাগেনা। 

এক ঝাঁকিতেই যেন গিঁটটা খুলে যায়, 

সকলের মুখেই তাতে হাসি দেখা যায়। 

ঐ ছোট্ট সফলতা দেখেই হতাম অপার খুশি, 

ছিলোনা মোটেও আশা দুটো বিস্কুটের বেশী। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics