STORYMIRROR

Paula Bhowmik

Inspirational

3  

Paula Bhowmik

Inspirational

সব আছে

সব আছে

1 min
170

সবুজ দূর্বা ঘাস, মাটির বাড়ি, ঝরা পাতার মর্মর, 

সোনালী রোদ, বাদল মেঘ, বৃষ্টির শব্দ, সব আছে।

কেউ যায়নি হারিয়ে, আছে আমাদেরই কাছে কাছে,

খেয়াল রাখে লুকিয়ে থেকে, ভুলে যাই পাছে!

যদি খুব মন দিয়ে ডাকা যায়, সাড়া দেয়,

দেখা দেয়, ধরা দেয়, বাঁধন টা যে শক্ত তা বোঝায়।

ওদেরও তো হয় অনেক অনেক অভিমান,

কেউ যখন বোঝেনা দাম, যখন কেউ করে অবহেলা!

যাদের জানার তারাই জানে সে যে কেমন জ্বালা!

মাটির বাড়ির চাল ছাঁইতে হয় সময় মতো,

লেপের পুঁছে এমন পরিষ্কার রাখতে হয় যেন সিঁদুর

হঠাৎ পড়ে গেলেও তা অনায়াসে তোলা যায়।

ঝরা পাতাদের ডাঁই ঝাঁটা দিয়ে সরানো চাই, 

পচালেই হয় সার, অথবা


মাঝে মাঝে করা চাই আগুনে পুড়িয়ে ছাই!

দূর্বার ঘাস ছেঁটে ছেঁটে তৈরি হয় লন নয়নাভিরাম,

যা দেয় আমাদের চোখে সত্যিকারের আরাম। 

সোনালী রোদ যখন থাকে যা দরকার সব শুকিয়ে,

বড়ি দিয়ে নেয় কি লোকে সময়টাকে কাজে লাগিয়ে!

নীল আকাশে যখন সাদা কালো মেঘেরা বেড়ায় ঘুরে,

দেখে কি কেউ আকাশের দিকে একটু ফিরে?

কান পেতে শোনে কি কেউ বৃষ্টির গান,

জুড়িয়ে তো যেতো তাহলেই সকলের মন প্রাণ।

মানুষের সাথে মানুষের সম্পর্কও অনেকটা এরকমই,

সম্পর্কের ও যত্ন নেওয়া খুব জরুরী!

যত্নের অভাবে মানুষটা বেঁচে হয়তো থাকে


কিন্তু দিনে দিনে যেন শুকনো কাঠ হয়ে যায়।

তারপরেও যদি কেউ ভালোবেসে যত্ন করে আশায়,

শুকনো ডালেও হয়তো গাছ তখন ফুল ফোঁটায়। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational