সাংশপ্তক
সাংশপ্তক


ইছামতীর এক অংশ জুড়ে জ্যোৎস্নারাত্রি
যশোরের গ্রাম জুড়ে শুধুই বেড়ার ঝাঁপ
ইতিহাসের পাতায় কলসী ভরে ভালোবাসারা সূর্যের খাদ্য জুগিয়েছিল
তেমনি আমার তীব্র কামুক রাগ, সে তো তোমাকেই ভালোবেসে...
আকন্দফুল খুব প্রিয় আমার
শেফালী ফুলের ঠোঁটে স্বপ্ন সাজিয়ে নৌকায় যাত্রা করবো আমরা দুজনে
শতাব্দীর পরে শতাব্দীতে বুক বেঁধে থাকবো
সূর্য দেবে আলো , হেমন্তের আকাশ
তুমি দেবে প্রেম !
তুমি আমার খুব প্রিয় মুখোশ গুলো...
তোমার রূপের ঘরে সাতসুরের যৌনতা
বিহঙ্গের ডানা ছিঁড়ে যাওয়ার যন্ত্রনা
মিশমিশে কালো রাস্তার শূন্যতা
সবটাই তোমাকে ভালোবেসে !
অনেক দিন পরে চেনা এক মুঠো বাতাস ছুঁয়ে গেলো
আমার আমিকে তোমার স্নাত ঘরে বাষ্পে এঁকেদিলো
হৃদয় ভেঙে আবার সাজাবো তোমার বিশ্বাসে
সারা পৃথিবীর সুখ পাবে আমার নিঃশ্বাসে...
যদি শেষ আলোগুলো নামে সোনাঝুঁড়ি বাউল কোলে,
তোমার চুলের ঢেউ যদি আনে সাইক্লোন শহরের ট্রাম লাইনে
অভিমানে চাকা গুলো থাকবে মাটি মেখে
সেই পৃথিবীর বিকেল গুলো থাকবে এক-বুকে তে !
এই তুমি যেমন তুমি
চোখের ঠোঁটে লজ্জা ঢেকো !
এই তুমি কাজল শ্রাবণ
আমার আদর-আদর করো...