সাম্যবাদের উষ্ণ গন্ধ
সাম্যবাদের উষ্ণ গন্ধ
প্রত্যেক নাগরিক বুকে,
নিভে গেছে সাম্যবাদের উষ্ণ গন্ধ;
শিরায় উপশিরায়, প্যামফ্লেট হোর্ডিঙে,
সর্বত্র সমাজে শুধুই উড়ু-উড়ু আকাশ;
সূর্যোদয়-সূর্যাস্তের রং মিথ্যে!
ভেসে আছে একরাশ নীল পাখি;
এবং আনাচে-কানাচে একদল ভুঁয়ো ঠগ;
কেমন যেন বস্ত্র পরেছে মনের ভেতর;
সাধু-সন্যাসী বুঝি এঁরা?
নাগরিক বুকে আজ কয়লাখনি,
নচেৎ বারুদের গন্ধ;
সেদিনের স্থিতিশীল শান্তির সাদামাটা সত্যি,
আজ বুঝি ভীষণভাবে মিথ্যে|
অতঃএব, প্রতিবাদ স্বরূপ বিলোচ্ছি –
টাটকা লাল রক্তে-মাখা সাম্যবাদের প্যামফ্লেট;
যেকোনো বুদ্ধের কথা, বুদ্ধির কথা;
এটি লাল ঠোঁটের ভেতরে,
দয়া করে গুঁজে চিবোতে থাকুন;
কিন্তু, থুতু ফেলবেন না;
নবারুণের কথা ভুলে যাবেন না, প্লিজ|
