সাধু সাবধান
সাধু সাবধান
সজাগ বাস্তবতা দাঁড়িয়ে আছে কংসের প্রহরী,
মনের ঘরে নেই ঘুলঘুলি,
ক্ষণে ক্ষণে আঁতুড় ঘরে আঁশটে গন্ধ,
লালসার গর্ভ হতে ইচ্ছার প্রসব।
বাস্তবতার চাপে রুদ্ধ শ্বাস ইচ্ছা ছটফট করে,
বৈশাখী দাবদাহে ঝরে অভিমান,
শহিদের কফিন হতে উঠে অস্ফুট কান্না,
ভীল জিঘাংসা জমে থরে থরে।
খুশির আকাশ জ্যোতি হীন দুশ্চিন্তা আঁধার ঢাকা,
ক্ষোভের মাঠে কুরুক্ষেত্র মেঘ,
সমাজ মেরুতে ঝড়ের অশনি সংকেত,
ভাঙবে এবার মহীরুহ মাথা।
তাই ,সাধু সাবধান!
