সাদা কালো
সাদা কালো
হয়তো রঙিন নয়, নয় কোন রঙের ভান্ডার ,
কোন রং আর আমায় আলোকিত করে না,
আমিও তাই প্রত্যাশাও করিনা,
আমি সাদা কালো চিন্তায় ভালো থাকতে চাই।
যদি ঠিক হয়, যদি এই শর্তে বাধা হয়,
রং ই হবে চূড়ান্ত মাপকাঠি,
তাহলে সাদাকালো কি অদ্ভুত হবে?
নাকি সব রং কে নাড়ানো যাবে?
না আমি এখনো ভেবে দেখি নি,
নিজের ভেতরটাকে জ্বালাতন করিনি,
কারণ প্রতীক্ষার রং কিংবা আশা জাগানোর
ছবি তো সাদা কালো হয়।
ওপার থেকে আওয়াজ আসছিল,
বলছিল যে সাদাকালো টা চলে না ,
কোন মায়া সাদা কালোকে জড়ায় না।
এটা নাকি পুরনো অতীতের রং।
তা আমি আবার একটু যুক্তিবাদী মানুষ,
বললাম, কেন সাদা তো শান্তির রং?
আর কালো তো খুবই সহ্য করে ,কথা বলে না
তাহলে কেন চালানো যাবে না?
এই যে আপনি খেয়াল করছেন না,
সাদা কাগজের মধ্যে কালো কালি
দিয়ে আমরা লিখছি আমাদের ইতিহাস,
তবে কি ইতিহাস মূল্য হারাবে?
আসলে হয়েছে কি, মানুষ এখন রং এর প্রতীক,
চোখ সস্তার জাদুতে মাতোয়ারা,
সামনে যা দেখে তাতেই খুশী হয়,
নব রসিকেরা তো সাদাকালো কে পিষে মারে।
আগে-পিছে ও থাকা মুশকিল,
সমাজ নাকি আবার সচেতন?
তাহলে রঙের খেসারত দেয় কেন বারবার?
আমার কথাটা কি যুক্তিহীন?
আপনি আগে গিরগিটির মত রং পাল্টাতেন,
লোকে তালি দিত, কি চিন্তা মশাই
আর আমার সাদাকালো চিন্তাগুলো,
অচল পাথরের বলে ফেলে দিলে?
হ্যাঁ, এখন আমি এখনও কঠিন চিন্তা করি ,করি
আমার চোখ কান মেলে আমি বোঝার চেষ্টা করি ,
আমরা সুস্থ পরিবেশে নাই , এক অজানা ভয়,
আমাদের ঘাড়ে চেপে বসেছে।
