STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

রূপসী গ্রাম

রূপসী গ্রাম

1 min
224

গ্রামের শেষে নদীর বাঁকে

ছোট্ট চালা ঘর,

সবাই মিলে থাকি সেথা

নেই আপন পর|

যতদূর দুচোখ যায়

শস‍্য ভরা গ্রাম,

রূপসী আমার গ্রামের নাম|

পড়ন্ত বিকেলে সূর্য যখন

পশ্চিমাকাশে দেয় ডুব,

নীল আকাশ তখন ধরে

সিঁদুরে মেঘের রূপ|

গোধূলি আলো গায়ে মেখে

মেঠোপথ ধরে সবাই ফেরে বাড়ি,

মাঝি তখন ভাটিয়ালি গানের সুরে

বায় আপন তরী|

সন্ধ‍্যা প্রদীপ ওঠে দিকেদিকে জ্বলে,

শঙ্খধ্বনিতে চারিদিক হয় মুখোরিত,

আলো আঁধারিতে গ্রামের

মোহময়ী রূপ হয় উদভাসিত|

সেই রূপের হয়না কোনো বর্ননা,

আমার গ্রাম যেন প্রকৃতি কন‍্যা|

সবুজ পাহাড়ের কোল ঘিরে

লোকজনের বাস,

দুঃখের নেই সেথা কোন আভাস|

গ্রামের মাঝে পাহাড়ি ঝর্না

খরস্রোতা বয়,

ভঙ্গা গড়ার খেলাই ভেসে

দিন চলে যায় |



Rate this content
Log in

Similar bengali poem from Abstract