রূপকথা
রূপকথা


রং বেরঙের গল্প গুলো
বইয়ের থেকে চোখের পাতায় ,
নীল আকাশের তুলোয় চেপে
স্বপ্ন জ্বাল বুনতে শেখায় l
কখনো আসে রাজার কুমার
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে ,
রাজকুমারী ফুলের দেশে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরে l
মাঠ পেরিয়ে প্রজাপতি
হরেক রকম রং ছড়ায় ,
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীতে
রাত্রি জুড়ে পাহাড়া দেয় l
চাঁদের বুড়ি নিজের মতো
চরকা কাটে হাসিমুখে ,
রাজা রানীর দুঃখ কাটে
অন্তমিলের গল্প সুখে l
ফুলের শিশু রূপকথাতে
ভাবনার দেশ সাজাতে আসে -
বন্ধ চোখে চাঁদের ছোঁয়া
ভাসিয়ে দেয় ঘুমের দেশে l
রূপকথার মায়াজালে
বন্দি থাকে ছেলেবেলা ,
রাক্ষস আর বীরের গল্পে
মুগ্ধ সকাল , সন্ধ্যা বেলা ll