STORYMIRROR

Chandrane Das

Abstract Fantasy Inspirational

3  

Chandrane Das

Abstract Fantasy Inspirational

রূপান্তর

রূপান্তর

1 min
279

সময় যেদিন, ঘুরবে আমার

সূর্য উঠবে, পশ্চিমে সবার।


পাড়ার মোড়ে, দাঁড়াতেই

করবে সবাই, আমার জয় জয়কার।


সময় যেদিন, ঘুরবে আমার

হাসি উড়ে যাবে, প্রতিপক্ষের।


এক ডাকে তে, চিনবে সেদিন

বাচ্চা থেকে বুড়ো 

আর আপন থেকে পর।


সময় যেদিন, ঘুরবে আমার

জ্বলবে সেদিন , বহুত্বের প্রান।

বিনা অনলে ই দগ্ধ হবে

না জানি কত, নিবিড় বন্ধুত্বের রেশ।


অথচ সেদিন, আমি ই হবো

পরিবারের গর্ব, 

আর সমাজের, আদর্শের প্রতিরুপ।


সময় যেদিন, ঘুরবে আমার

ঘুম উড়ে যাবে,না জানি কত মুখোশধারীর।


কারন সেদিন, আমিই পাবো

সমাজের, শিরোমনিত্বের অধিকার।


সময় যেদিন, ঘুরবে আমার

খাতির করবে, স্বার্থপর আর সুবিধাবাদীর দল।


কারন সেদিন ----

খ্যাতির চূড়া, শীর্ষে পরে, 

স্বার্থপরের এই দুনিয়াতে,

নিন্দুকেরা, শহর জুড়ে

করবে শুধুই, আমারই পক্ষপাতিত্ব।


তাই তো সেদিন আমি, মুচকি হেসে 

পরমেশ্বরের কাছে,

কৃতজ্ঞতার, সাথেই বলবো

প্রভু! অশেষ, "ধন্যবাদ"।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract