রুপকথারা
রুপকথারা


রূপকথারা রয়ে যায় আমাদের সাথে সাথে,
দেশ কাল মাস দিনের গন্ডী পেরিয়ে!
ওরা আদর করে ছুঁয়ে যায় মন,
ভালোবাসার চাদরে ঢেকে দেয় আমাদের।।
ছোট্টোবেলার সেই চাঁদের বুড়ির চরকা কাটা!
কিংবা ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর গপ্পো!!
আমাদের এক মোহময় আবেশে জড়ায়!
মন উড়ে যায় পক্ষীরাজ ঘোড়ায় চেপে!
তেপান্তরের মাঠ পেরিয়ে..
সেইইই রাজকন্যার কাছে!
যার প্রাণ ভ্রমর বন্দী আছে কৌটোতে!!!
আবার কখনও রূপকথারা ,
আরব্য-পারস্য উপন্যাসের পাতা থেকে!
উঠে আসে বাদশা-শাহাজাদীর রূপে!!
তাদের ঝলমলে পোশাকে সজ্জিত হয়ে।
সব মিলিয়ে রুপকথারা আমাদের নিয়ে যায় সেই কল্পলোকে!!
আমরা বড়ো হই, বাস্তবে ঘা খাই অনেক!
তবুও মনের গোপন কুঠুরিতে
রূপকথাদের ধরে রাখি তুলতুলে যত্নে........